শিরোনাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তথ্য ফাঁসের অভিযোগে প্রশাসনের ব্যাখ্যা ও তদন্ত কমিটি গঠন

 প্রকাশ: ১৭ মে ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন   |   ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তথ্য ফাঁসের অভিযোগে প্রশাসনের ব্যাখ্যা ও তদন্ত কমিটি গঠন

নিশান খান


জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের কাছে শিক্ষার্থীদের তথ্য হস্তান্তরের অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিতর্কের প্রেক্ষিতে জরুরি সভা ডেকে ব্যাখ্যা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে গঠন করা হয়েছে তিন সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং (সত্যাসত্য যাচাই) কমিটি।

আজ শুক্রবার (১৭ মে) দিবাগত রাতে অনুষ্ঠিত প্রশাসনিক সভায় গঠিত এই কমিটিকে ৮ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান। অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. এমদাদুল ইসলাম এবং আইসিটি সেলের প্রোগ্রামার মো. রেজাউল আলম (সদস্য সচিব)।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট শাখার সঙ্গে আলোচনায় উঠে এসেছে যে, প্রশাসনের পক্ষ থেকে কোনো ছাত্র সংগঠনকে শিক্ষার্থীদের তথ্য সরবরাহ করা হয়নি। তবে, সামাজিক মাধ্যমে প্রকাশিত অভিযোগের প্রেক্ষিতে যেকোনো সম্ভাব্য বিভ্রান্তি দূর করতে এবং সত্য উদঘাটনের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, "বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আনীত এই অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই আমরা মনে করি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির পূর্ণাঙ্গ ও প্রকৃত চিত্র তুলে ধরাই এখন জরুরি।"

এছাড়াও প্রশাসন আশা প্রকাশ করেছে, গৃহীত পদক্ষেপগুলো শিক্ষার্থীদের আস্থার জায়গা তৈরি করবে এবং প্রশাসনের স্বচ্ছতা ও আন্তরিকতা নিয়ে বিদ্যমান সন্দেহ দূর করতে সহায়ক হবে।

ক্যাম্পাস এর আরও খবর: