বিআই’র সাধারণ সভা নবীন প্রবীণের মিলনমেলায় পরিণত

ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের ৩৭তম বার্ষিক সাধারণ সভা বীমা শিল্পের নবীন প্রবীণদের মিলনমেলায় পরিণত হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেলের সভাপতিত্বে সভায় বিআইএ’র প্রথম ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বীমা কোম্পানী সমূহের চেয়ারম্যানবৃন্দ, ভাইস-চেয়ারম্যানবৃন্দ, পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বীমা শিল্পের উন্নয়ন কল্পে নবীন প্রবীণরা বক্তব্য রাখেন। পরে নির্বাহী কমিটির নেতৃবৃন্দ বীমা শিল্পের আইকন ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান, গ্রীনডেল্টা ইনস্যুরেন্সের চেয়ারম্যান নাসির এ চৌধুরী ও মেঘনা লাইফ ইনস্যুরেন্সর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ এর সাথে গ্রুপ ছবিতে বিআইএ সভাপতি নাসির উদ্দিন আহমেদ পাভেল ও ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিনসহ নেতৃবৃন্দ ক্যামেরা বন্দি হয়।