বিদ্যুতের দাবিতে ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরামের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরামের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকায় বিভিন্ন পেশায় কর্মরত মনপুরা উপজেলার কয়েক শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী জাহ্ আহমেদ মিজানের সভাপতিত্বে গণপূর্ত অধিদপ্তরের হিসাবরক্ষক মোঃ আলাউদ্দিন আহম্মেদ মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মনপুরা উপজেলার বিএনপির নেতা কবির আহমেদ, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডিডি নূর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মনপুরা একটি প্রাচীন দ্বীপ হওয়া সত্ত্বেও বিদুৎ নেই। এই উপজেলার প্রায় লক্ষাধিক বাসিন্দা বিদুৎ বিহীন জীবনযাপন করছেন৷ হাজার হাজার শিক্ষার্থী বিদ্যুতের কারণে পড়ালেখা করতে পারছে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঠিক মতো অফিসিয়াল কাজ-কর্ম করতে পারেন না। এমনকি চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন বিদ্যুতের দাবি তোলা হলেও অদৃশ্য কারণে জাতীয় গ্রিডের বিদুৎ সংযোগ দেওয়া হচ্ছে না। অথচ আশপাশের কম জনবসতির বিচ্ছিন্ন দ্বীপে জাতীয় গ্রিডের বিদুৎ সংযোগ কয়েক বছর আগেই দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, বর্তমানে মনপুরায় বেড়িবাঁধের কাজ চলছে। এই কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। সড়কে এলইডি লাইট স্থাপন, পিস ঢালাই করার কথা থাকলেও এই বাজেট কর্তন করা হয়েছে। ফলে পর্যটক এলাকা মনপুরা নদীর গর্ভে বিলিন হওয়ার উপক্রম। তাই এসব দাবি আদায়ে তারা রাজপথে আন্দোলনের ডাক দিবেন বলেনও জানান।