লালমাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল

লালমাই প্রতিনিধি
জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া প্লাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলা শাখার উদ্যােগে ২৪ এর শহীদ ও আহত গাজীদের স্মরণে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক, রাজনীতিবীদ, সাংবাদিক, সচেতন নাগরিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের সম্মানে এ ইফতার আয়োজন করা হয়৷
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলা শাখার আহবায়ক নোমান হোসেনের এর সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম, লালমাই শিক্ষার্থী সংসদের প্রধান উপদেষ্টা ওবায়দুল্লাহ শরীফ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ড. সালেহ আহমেদ, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন, উপজেলা বিএনপি নেতা ইউসুফ আলী মীর পিন্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব রাশেদুল ইসলাম, কুমিল্লা জেলা শাখার আহবায়ক সাকিব হোসাইন, সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমো, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব লালমাই -সদর দক্ষিন শাখার সেক্রেটারি সাকিল আহমেদ, লালমাই উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবদুল্লাহ আল মেহেদি প্রমুখ।
এসময় বক্তারা দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে দেশের উন্নয়নে জাতির কল্যানে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন। নিজেদের মধ্যে বিবেধ সৃষ্টির কারণে ফ্যাসিস্টরা যেন পুনর্বাসিত না হয় সেদিকে সচেতন থাকার আহবান জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলা শাখার সদস্য সচিব সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, লালমাই উপজেলা বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী কাজী ইকবাল হোসেন কাজল, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, বিএনপি নেতা আব্দুল খালেক, গাজী মুহিবুল্লাহ, মনির হোসেন ডালিম, বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর নাজমুল হাসান, সেক্রেটারী নাজমুল হাসান, জামায়াত নেতা আব্দুল ওয়াদুদ তালুকদার, ডা. কাউছার আহমেদ জুয়েল, ব্যাংকার আব্দুল বাতেন, যুবদল নেতা বেলায়েত হোসেন সোহেল, শামীম মজুমদার, ছাত্রদল নেতা কামরুল হাসান লোকমান, হাবিব হোসেন প্রমুখ। ।
ইফতার মাহফিলের শুরুতে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন হাজতখোলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আব্দুর রব। পরে ২৪ এর জুলাই বিপ্লবে শহীদের আত্মার মাগফেরাত ও আহত সুস্থতা কামনা করে দেশ ও জাতির শান্তি ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া মোনাজাত করেন বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল করিম।