কুমিল্লা থেকে নাঙ্গলকোট পর্যন্ত সব আসনেই আমি প্রার্থী হবো’

লালমাই প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন, বিএনপিকে শক্তিশালী করেন। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে নাঙ্গলকোট থেকে কুমিল্লা পর্যন্ত আসন দুইটা হউক আর চারটা হউক সবগুলো থেকে আমি প্রাথী হবো।’
শনিবার (২২ মার্চ) কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আবদুস সাত্তার ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আমার মহিলা ভোটার বেশি। ২০০১ সালে ধানক্ষেত দিয়ে কেন্দ্রে গিয়ে মহিলারা আমাকে এমপি বানাইছে। আমিও তাদের বাড়িতে রাস্তা পৌঁছাই দিছি। বিদ্যুৎ পৌঁছাই দিছি। ওই মা-বোনদের কাছে আমার সালাম পৌঁছে দেন। আগামী দুই-তিন মাসের মধ্যে তারেক জিয়া দেশে আসবে। প্রস্তুত হন। যেদিন তারেক জিয়া দেশে আসবে সেদিন পুরো বাংলাদেশ বিএনপিতে রূপান্তর হয়ে যাবে।