শ্রীপুরে শিক্ষকদের নামে অপপ্রচারের প্রতিবাদ

গাজীপুরের শ্রীপুরের শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির একটি মানববন্ধনকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। রোববার (২৩ মার্চ) বেলা ১১টায় উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সংগঠনটি অরাজনৈতিক। শিক্ষকদের অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। গত ৫ আগস্টের পর শ্রীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষকের নামে মামলা হয়েছে। যারা প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় কর্মরত আছেন। সঠিক তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা ও নির্দোষদের মামলা থেকে অব্যহতির দাবি জানিয়ে গত ১৯ মার্চ সংগঠনের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন স্বার্থান্বেষী মহল নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। যা শিক্ষক সমাজের জন্য গভীর ষড়যন্ত্রের একটি নীলনকশা। সংগঠনটি এহেন কর্মকাণ্ডের নিন্দা জানায়। সামনে এসএসসি পরীক্ষা, এ সময় যদি কোনো শিক্ষক অপরাধ না করে মামলার কারণে পালিয়ে বেরায় তাহলে কোমলমতি শিক্ষার্থীদেরই ক্ষতি হচ্ছে।
তিনি আরও বলেন, শ্রীপুর পৌর বিএনপির উপদেষ্টা ও আলহাজ ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ বিএনপির অনুসারী অনেক শিক্ষককে এসব মামলা আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আলহাজ ধনাই বেপারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সংগঠনটির সাধারণ সম্পাদক কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসানসহ সংগঠনের বিভিন্ন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।