শিরোনাম

পদ্মা নদীর বালু লুট : আদালতের স্বপ্রণোদিত আদেশে তদন্তে পিবিআই

 প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন   |   জেলার খবর

পদ্মা নদীর বালু লুট : আদালতের স্বপ্রণোদিত আদেশে তদন্তে পিবিআই

ঢাকার দোহারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু লুটের ঘটনায় জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে ঢাকার একটি আদালত স্বপ্রণোদিত তদন্তের নির্দেশ দিয়েছেন। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত সম্প্রতি এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, আমলযোগ্য ফৌজদারি অপরাধ সংঘটিত হওয়ার পরেও মামলা না করায় আদালত এই আদেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পুলিশ সুপারকে সংবাদে উল্লিখিত ঘটনার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলন এর ঘটনায় আদালত পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঢাকাকে সংবাদে উল্লিখিত ঘটনার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ মার্চ প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার দোহারের পদ্মা নদীতে রাত গভীর হওয়ার সঙ্গেই শুরু হয় বালু লুটের মহোৎসব। প্রায় ৪ থেকে ৫টি কাটার দিয়ে চলে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ। এতে বিপাকে মেঘুলা, নারিশা ও মুকসুদপুর এলাকার বেড়িবাঁধ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এসব কাটার দিয়ে বালু উত্তোলনের ফলে ভিটে বাড়ি হারিয়েছে পদ্মাপারের অন্তত দুইশত পরিবার।

জেলার খবর এর আরও খবর: