কুমিল্লার লালমাই'তে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামায়াতে ইসলামী লালমাই উপজেলার উদ্যাগে শিক্ষক, রাজনীতিবীদ,সাংবাদিক ও বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে ইফতারের পূর্বে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এড. মো: শাহজাহান, কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম সরওয়ার মজুমদার কামাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: আক্তার হোসাইন মজুমদার, চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য সদস্য প্রফেসর ড. মো: মাহাবুবুর রহমান প্রমুখ।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন এর সঞ্চালনায় ইফতার মাহফিলের দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসের তদন্তকারী সাইফুল ইসলাম, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: সালেহ আহমেদ, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার উল্লাহ, উপজেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান মজুমদার রকেট, বৃহত্তর পেরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ্ আলম, বিএনপি নেতা হুমায়ুন কবির মজুমদার, তারেকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন মজুমদার, যুবদল নেতা আলেক হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলার আহবায়ক মো: নোমান হোসেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন প্রমুখ৷ ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুন নূর ও অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন চট্টগ্রাম মহানগরী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা কেফায়েত উল্লাহ।