শিরোনাম

ভিডিও

সঠিক সিদ্ধান্ত দেয়ার পরও বাংলাদেশী আম্পায়ারকে কটাক্ষ ভারতের মিডিয়ার

 প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

অস্ট্রেলিয়া ও ভারতের চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ফলাফল ছাপিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নেওয়া একটি সিদ্ধান্ত। ডিএআরএস প্রযুক্তির সাহায্য নিয়ে ইয়াশাশভি জয়সওয়ালকে আউট ঘোষণা করেন বাংলাদেশ আম্পায়ার। নিরপেক্ষ ক্রিকেট ভক্তরা এর পক্ষে থাকলেও ভারতের সমর্থকরা ক্ষুব্ধ সেই সিদ্ধান্তটি নিয়ে। দেশটির সংবাদমাধ্যমের পাশাপাশি শরফুদ্দৌলাকে কটাক্ষ করতে ছাড় দেননি সদ্য সাবেক হওয়া ভারত স্পিনার রবিচন্দন অশ্বিনও। ইনিংসের ৭১তম ওভারে প্যাট কামিন্সের লেগ সাইডে করা বাউন্সারে পুল করতে গিয়েছিলেন শেষ দিনে ভারতের সেরা ব্যাটার জয়সওয়ার। সেটা তিনি মিস করলে কিপার অ্যালেক্স কেরি বল গ্লাভসে নিয়ে ক্যাচের আবেদন করেন। আম্পায়ার তাতে সাড়া না দিলে অস্ট্রেলিয়া সেটা চ্যালেঞ্জ জানায়। রিপ্লেতে দেখা ক্লিয়ার ডিফ্লেকশন দেখা গেলোও স্নিকোমিটারে চোখে পড়ার মত স্পাইক দেখা যায়নি। অনেক সময় নিয়ে রিপ্লে দেখার পর শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্ত দেন শরফুদ্দৌলা। ৮৪ রানে জয়সওয়ালের বিদায়ের খানিক বাদেই ম্যাচ হেরে যায় ভারত। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে জয়সওয়ালকে আউট দেওয়ার জন্য শরফুদ্দৌলার সমালোচনা করছেন ভারতের সমর্থকরা। ‘এক্স’ প্ল্যাটফর্মে শরফুদ্দৌলার ছবি সহ পোস্ট দিয়ে মজার ছলে তাতে যোগ দেন অশ্বিনও। “স্নিকোমিটার এখন ট্রেন্ডে আছে। এই উন্মাদনাকে পুঁজি করে তাদের উচিত এই লোকটিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া। স্রেফ মজার জন্য বলা।” এছাড়াও ভারতের কিছু শীর্ষ সংবাদমাধ্যমেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে শরফুদ্দৌলার সিদ্ধান্তটি। জয়সওয়ালের আউটকে বলা হচ্ছে বিতর্কিত। তবে নিরপেক্ষ ক্রিকেট বিশ্লেষকরা বাহবাই দিচ্ছেন শরফুদ্দৌলাকে। প্রশংসা মিলেছে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলের কাছ থেকেও। এছাড়া চ্যানেল সেভেন-এ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা আম্পায়ার সাইমন টাফেলও বলেছেন, সিদ্ধান্তটি সঠিকই ছিল।

আরও পড়ুন :