শিরোনাম

ভিডিও

বিদেশী লিগ খেলবেন বাংলাদেশের ১২-১৫ জন, আশাবাদ রিশাদের

 প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের একদম শুরুর দিক থেকেই নানা বাস্তবতায় বাংলাদেশের খেলোয়াড়রা সেভাবে সুযোগ পাচ্ছেন না দেশের বাইরে। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান বাদে কেউই হতে পারেননি আইপিএলে নিয়মিত। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসছে আসরে দেখা যাবে কয়েকজন বাংলাদেশীকে। তাদেরই একজন রিশাদ হোসেনের বিশ্বাস, ভবিষ্যতে বিদেশের লিগে তাদের ব্যস্ততা আরও বাড়বে। রিশাদকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এছাড়া পিএসএলের প্লেয়ার ড্রাফট থেকে নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোওয়ার জালমি। আর লিটন কুমার দাস যোগ দিয়েছেন করাচি কিংসে। তবে কিছুটা চমকের জন্ম দিয়েই দল পাননি দুই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর ও তাসকিন। সাকিবের দল না পাওয়াটা অবশ্য বড় বিস্ময় হয়ে আসেনি। উল্লেখ্য, বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামে এবার অবিক্রীত থেকে যান রিশাদ, সাকিবসহ বাংলাদেশের সব খেলোয়াড়ই। বিপিএলের চট্টগ্রাম পর্বকে সামনে রেখে মঙ্গলবার বরিশালের অনুশীলনের পর রিশাদ বলেছেন, সামনে অন্যান্য লিগেও বেশি বেশি দল পাবেন তারা। “ভালো খেলতে থাকলে হয়তো পরের বছর ৩-৪ জনের চেয়ে আরও বেশি সুযোগ আসবে।কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো। আমরা তো সবাই চাই বাইরের লিগগুলো ১২-১৫ জন খেলব। এবারের বিপিএল যেমন সুন্দর হচ্ছে, তাতে আশা থাকবে যাতে পরে আমরা আরও ভালো ভালো টুর্নামেন্ট খেলতে পারি।” পিএসএলে এই প্রথমবার দল পাওয়া রিশাদের এর আগেও ডাক এসেছে কয়েকটি বিদেশী লিগে। সবচেয়ে বেশি উল্লেখযোগ্য অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ। ড্রাফট থেকে তরুণ এই লেগ স্পিনারকে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে মাত্র দুই ম্যাচের জন্য বিসিবি তাকে অনাপত্তিপত্র দেওয়ায় দলটি তাকে বাদ দিয়েছে। সেই হতাশা অনেকটাই কেটে যাওয়ার উপলক্ষ্য হয়ে এসেছে পিএসএলে খেলার সুযোগ। তবে বরাবরই নিরাবেগ রিশাদ রোমাঞ্চে ভেসে যাচ্ছেন না এসব নিয়ে। “যেকোনো জায়গায় সুযোগ পাওয়াটা অবশ্যই একটা ভাগ্যের ব্যাপার। আমি আগেই বলেছিলাম, আমি কোনো আশা রাখি না। আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল নিয়েই কিছুই আশা করি না। এখন বিপিএলে আছি, এখানেই মনোযোগটা দিচ্ছি। পিএসএল যখন আসবে, তখন দেখব।” গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রিশাদ যেভাবে বল করেছেন, সর্বাধিক টার্ন আদায় করেছেন, এরপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা বেড়ে যাওয়াটা স্বাভাবিকই। পিএসএলে ডাক পাওয়ার ক্ষেত্রে অবশ্য একটা ভূমিকা থাকতে পারে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির, যিনি বিপিএলের শুরুর অংশে খেলে গেছেন রিশাদের সাথে ফরচুন বরিশালের হয়ে। আগে থেকে তাই দল পাওয়ার আশা যে জোড়াল ছিল, সেটাও আড়াল করেননি রিশাদ। “এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম যে, আমাকে পিএসএলে নেওয়া হতে পারে। এদিক থেকে তাই স্বাভাবিকই ছিলাম।”

আরও পড়ুন :