শিরোনাম

ভিডিও

বক আর বুনোহাঁস খাওয়া দুই ভ্লগারকে খুঁজছে বন বিভাগ

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

বক আর বুনোহাঁস খাওয়া নিয়ে ভিডিও প্রচার করা দুই ভ্লগারকে খুঁজছে রাজশাহী বন বিভাগ। বন বিভাগের বলছে, দুই ভ্লগারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে বের করবে। সম্প্রতি আল-আমিন নামে এক ভ্লগার পাঁচটি বক হাতে নিয়ে এমন ভিডিও ফেসবুকে প্রচার করে লিখেন, আজ বাসায় স্পেশাল মানুষের জন্য হবে বকের রোস্ট। তুলি নামে আরেক ভ্লগার বুনোহাঁসের ছবি হাতে নিয়ে বলেন, তিনি বাড়ি গেছেন বলে তার বাবা বিল থেকে ধরে এনেছেন হাঁসপাখি। আজ হাঁসপাখির মাংস হবে। পরে আল-আমিন ও তুলির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই ভিডিও দেখে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিযায়ী পাখি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সোমবার (১৩ জানুয়ারি) রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ ও জেলা প্রশাসক আফিয়া আখতারকে স্মারকলিপি দিয়েছে সেখানকার স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়্যাস)। এরপর থেকেই তাদের খোঁজে নেমেছে বন বিভাগ।

আরও পড়ুন :