কিছু নেতা ফেসবুকে বা মাইকিং করে বা লিফলেট বিলি করে চাদাবাজি বন্ধ করার ঘোষণা দিচ্ছেন। "আমার নামে চাদাবাজি করলে পুলিশে দিবেন, ধরে রাখবেন এ জাতীয় ঘোষণা জনসম্মুখে দিয়ে মুলত নিজের চাদাটা যাতে অন্যেকউ নিতে না পারে সে বিষয়টি পাকা করে নিচ্ছেন। ক্ষেত্র বিশেষ লোক পাঠিয়ে হুমকি দেয় কাউকে চাদা দিবেন না। এরকম করার পর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা গোপনে সেই নেতার সাথে দেখা করে চান্দার হিস্যাটা ঠিক মতো বুঝিয়ে দিয়ে। চান্দা আদায়ের অভিনব এই কৌশলে নেতার ইমেজ ও চাদার রেট দুটোই বাড়ে।