শিরোনাম

ভিডিও

কুররা ওয়াল হুফফাজ ফাউন্ডেশন এর ১ম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

 প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পূর্ব চত্ত্বরে বাংলাদেশ কুররা ওয়াল হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে ১ম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়। কুরআন তিলাওয়াতের এই অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশী ক্বারীদের মধ্যে সুমিষ্ট কণ্ঠে কুরআন তেলাওয়াত করেন বর্তমান বিশ্বের সর্বোচ্চ শ্বাসের অধিকারী শায়েখ ক্বারী ঈদী শাবান (তানজানিয়া), বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী শায়েখ ডক্টর সালাহ মু. সোলায়মান (মিশর), ক্বারী খোবাইবুল হক তামীম (বাংলাদেশ), বর্তমান বিশ্বের নন্দিত ক্বারী শায়েখ ক্বারী আহমেদ হিজা (আফ্রিকা), মিশরের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী শায়েখ ক্বারী সানাদ আব্দুল হামিদ (মিশর) বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী শায়েখ ক্বারী আব্বাস উদ্দীন (বাংলাদেশ) প্রমুখ। এছাড়াও কুরআনের তিলাওয়াত করেন বাংলাদেশের আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ক্বারী ও হাফেজ সাহেবগণ। বাংলাদেশ কুররা ওয়াল হুফফাজ ফাউন্ডেশনের সভাপতি শায়েখ ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ এই আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন :