শিরোনাম

ভিডিও

শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুকের মেয়েকে বিয়ে করলেন তাহসান খান

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুকের মেয়ে রোজা আহমেদকে বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। রোজা আহমেদ যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে সেখানেই রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান শুরু করেন। এক দশকেরও বেশি সময় ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিয়ের কনে সাজান রোজা। অনেকে তার কাছে মেকওভার শিখে ক্যারিয়ার গড়েছেন। রোজা'র বাবা ফারুক ১৯৯৬ সালের আগে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে আওয়ামী রাজনীতিতে জড়িত হন। আওয়ামী লীগের শাসনামলে পানামা ফারুকসহ ৮ বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল বরিশালের নগরবাসী। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এলে তিনি ভারতে চলে যান। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ফারুক দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের নির্দেশে কিছুদিন কারাভোগের পর পরবর্তী সময়ে তিনি আবার জামিনে মুক্ত হন। ২০১৪ সালে একসময়ের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। মেয়ের পড়াশোনার জন্য ফারুকের পরিবার যুক্তরাষ্ট্রে চলে যায়। সেখানেই রোজার সাথে তাহসান খানের পরিচয়। বিনোদন অঙ্গনে কণ্ঠশিল্পী, গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন। ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে শুরু হয় তার সঙ্গীতযাত্রা। প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তিনি বিয়ে করেন মিথিলাকে। ২০১৭ সালের ৪ অক্টোবর তাদের বিচ্ছেদ হয়।

আরও পড়ুন :