শিরোনাম

ভিডিও

বিপিএলে দল পেলেন মেহেদী হাসান রানা

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন

২০১৯ সালের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন পেসার মেহেদী হাসান রানা। কিন্তু ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এমনকি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ দুই আসরেও খেলতে পারেননি। তবে সদ্য সমাপ্ত এনসিএলের শেষ দিকে খেলার সুযোগ পান রানা। এবার চট্টগ্রামের হয়ে নয়, খুলনা বিভাগের হয়ে খেলেন তিনি। সেখানে মাত্র ২ ম্যাচে শিকার করেন ১৯ উইকেট! এরপর এনসিএল টি-টোয়েন্টিতে খেলেন ৬ ম্যাচ, শিকার করেন ১২ উইকেট। এই অসাধারণ পারফরম্যান্সই খুলে দেয় বিপিএলের দরজা। চলতি বছরের বিপিএল ড্রাফটে অবিক্রিত থাকা রানা শেষ পর্যন্ত দল পেয়ে গেলেন। এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন তিনি। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মেহেদী হাসান রানা। বিপিএলের বিশেষ আয়োজন ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। এবারের আসর আরও আকর্ষণীয় করতে বিসিবি নিয়েছে নানা উদ্যোগ। উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তি থাকবে টুর্নামেন্টজুড়ে। দর্শকদের জন্য থাকছে বিনা মূল্যে পানির ব্যবস্থা, একটি গ্যালারি হবে ‘জিরো ওয়েস্ট জোন’। প্রথমবারের মতো ই-টিকিটের সুবিধাও থাকছে। এছাড়া, এবারের বিপিএলে থিম সংসহ থাকবে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটে ২৩, ২৫ এবং ২৭ ডিসেম্বর হবে জমকালো কনসার্ট। বিপিএল নিয়ে উত্তেজনায় মেতে উঠতে প্রস্তুত পুরো দেশ।

আরও পড়ুন :