আমেরিকার টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ঘটনাবহুল সেই নাইন-ইলেভেনের (৯/১১) কথা মনে আছে? সেই দুঃসহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় মার্কিনিদের। তেমনই এক আলোড়িত ঘটনা ওয়ান-ইলেভেন। দেশের রাজনীতির ইতিহাসে বাঁক বদলের বহুল আলোচিত-সমালোচিত সেই ওয়ান-ইলেভেনের আজ ১৮ বছর পূর্তি। জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে ২০০৭ সালের এই দিনে (১১ জানুয়ারি) দেশে জরুরি অবস্থা জারি করা হয়। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ২০০৭ সালের এদিন বিকেলে জরুরি অবস্থা জারির পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়।