শিরোনাম

ভিডিও

ইউরোপ ছেড়ে ঘড়ে ফিরবেন ব্রাজিলিয়ানরা?

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন

ইউরোপ ছেড়ে ঘড়ে ফিরবেন ব্রাজিলিয়ানরা? .. শীতকালীন দলবদল শুরু হতে বাকি আছে আর মাত্র কিছু দিন। তার আগেই বাতাসে ভাসছে খেলোয়াড়দের ঠিকানা বদলের গুঞ্জন। যে তালিকায় আছেন ব্রাজিলের কয়েকজন শীর্ষ ফুটবলারও। ইউরোপিয়ান ফুটবল ছেড়ে যারা ফিরতে পারেন ব্রাজিলিয়ান লিগে। রিচার্লিসন বেশ লম্বা সময় ধরেই প্রিমিয়ার লিগে খেলছেন রিচার্লিসন। বর্তমানে খেলছেন টটেনহাম হট্সপারের হয়ে। তবে চোট আর বাজে পারফরম্যান্স মিলিয়ে পোস্তেকোগলুর মূল একাদশে জায়গা পাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে ২৭ বছর বয়সী স্ট্রাইকারের জন্য। তাতে গুন্জন শোনা যাচ্ছে ইউরোপ ছেড়ে আবারও ব্রাজিলে ফিরতে পারেন রিচার্লিসন। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো বলছে, টটেনহাম তারকাকে কিনতে আগ্রহী তার সাবেক ক্লাব ফ্লুমিনেন্স। এরই মধ্যে নাকি ২০ মিলিয়নের প্রস্তাবও পাঠিয়েছে তারা। অবশ্য এই দামে রাচার্লিসনকে বিক্রি করতে রাজি নয় টটেনহাম। দুই পক্ষের মাঝে বনিবনা না হলে ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার সৌদি আরবে পাড়ি জমাতে পারেন বলেও জানাচ্ছে গ্লোবো। ভিতর রকে পালমাইরাসে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন ভিতর রকে। গত মৌসুমে বার্সেলোনা তার জন্য খরচ করেছে প্রায় ৪০ মিলিয়ন ইউরো। কিন্তু আশানুরূপ পারফরম্যান্স না করতে পারায় বার্সা তাকে ধারে পাঠিয়েছে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে। দিয়ারিও স্পোর্টস দাবি করেছে, ২০ মিলিয়ন ইউরোয় রকেকে ফেরত চায় পালমেইরাস। তবে রকে এখনি ইউরোপ ছাড়ার পক্ষে নন। ইউরোপে থেকেই নিজের সামর্থ্যের জানান দিতে চান এই ব্রাজিলিয়ান। রবের্তো ফিরমিনো ঘরে ফিরতে পারেন রর্বাতো ফিরমিনো। সাবেক লিভারপুল স্ট্রাইকার বর্তমানে সৌদির ক্লাব আল আহলিতে খেলছেন। গ্লোবো বলছে তিনি যোগ দিতে পারেন ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোয়। আন্দ্রেস পেরেইরা ব্রাজিলের ক্লাব পালমেইরাস চেষ্টা করছে প্রিমিয়ার লিগের ফুলহ্যামে খেলা ২৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রিয়েস পেরেইরাকে দলে নেওয়ার। এরই মধ্যে পালমেইরাস চুক্তির বিষয়ে আলোচনা করতে প্রতিনিধি পাঠিয়েছে বলে খবর দিয়েছে গ্লোবো। অস্কার এক যুগ পর ঘরে ফিরছেন এক সময়ের ব্রাজিলের তারকা অস্কার। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে ফ্রি এজেন্টে দলে ভেড়াতে চায় সাও পাওলো। তিন বছরের চুক্তির বিষয়ে দুই পক্ষের ইতিবাচক আলোচনা হয়েছে বলেও দাবি করেছে ব্রাজিলের সংবাদ মাধ্যম। অস্কার ২০১৭ সালে চীনের ক্লাবে যোগ দেন। তার আগে মাঠ মাতিয়েছেন চেলসির হয়ে।

আরও পড়ুন :