শিরোনাম

সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন   |   প্রবাস ও ভ্রমণ

সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

অনলাইনভিত্তিক বিভিন্ন প্রতারণা থেকে মুক্তি পেতে সৌদি প্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে তাদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে, কিছু ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, জন্মনিবন্ধন ও বিভিন্ন সার্টিফিকেটের জন্য ফরম পূরণ, বাংলাদেশ দূতাবাস রোমের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণসহ বিভিন্ন সার্ভিসে সহযোগিতা করা হবে মর্মে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে দূতাবাসের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণা থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। এ ছাড়া এ বিষয়ে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান জানাচ্ছে দূতাবাস।


প্রবাস ও ভ্রমণ এর আরও খবর: