শিরোনাম

কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান আর নেই

 প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১২:৩১ অপরাহ্ন   |   অন্যান্য খেলা

কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান আর নেই

দুইবারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং অলিম্পিক স্বর্ণপদকজয়ী বক্সার জর্জ ফোরম্যান পরলোকগমন করেছেন। সর্বকালের অন্যতম সেরা এই বক্সারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার। মৃত্যুকালে ফোরম্যানের বয়স হয়েছিল ৭৬। 

অন্যান্য খেলা এর আরও খবর: