শিরোনাম

দুঃসময়ে সেরা সুখবর পেলেন হারিস রউফ

 প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন   |   ক্রিকেট

দুঃসময়ে সেরা সুখবর পেলেন হারিস রউফ

নিজেদের মাঠে ব্যর্থ এক চ্যাম্পিয়নস ট্রফি কাটল পাকিস্তানের। পুরো দলকে ধুয়ে দিলেন সাবেকরা। ক্রিকেট মাঠে সময়টা যখন বেশ খারপই যাচ্ছে, তখনই পারিবারিক এক বড় সুসংবাদ পেলেন হারিস রউফ। প্রথমবারের মতো সন্তানের বাবা হয়েছেন এই পেসার। হারিসে স্ত্রী মুজনা মাসুদ মালিকের ঘরে জন্ম নিয়েছে এক পুত্র সন্তান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এরই মধ্যে হারিসের বাবা হওয়ার প্রতিবেদন ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে হারিস অবশ্য এখনো কিছু জানাননি। তবে তাঁর জাতীয় দলের সতীর্থরা তাঁকে শুভেচ্ছা জানানো শুরু করেছেন। শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান বাবা হওয়ার জন্য হারিসকে অভিনন্দন জানিয়েছেন।

অলরাউন্ডার শাদাব হারিসকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেনে, ‘হারিস রউফ এবং তার পরিবারকে তার প্রথম সন্তানের জন্মের জন্য অভিনন্দন! ছোট্ট শিশু এবং তার পরিবারের জন্য সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ তোমাদের মঙ্গল করুক।’ দলের আরেক পেসার শাহিন শাহ লিখেছেন, ‘তোমার ও পরিবারের জন্য অফুরন্ত আনন্দের খবর এটি এবং শুভ কামনা করছি।’

সন্তানের কাছে অবশ্য আপাতত খুব বেশি সময় কাটানোর সুযোগ পাচ্ছেন না হারিস। আগামী ১৬ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ সামনে রেখে ঘর ছাড়তে হবে তাঁকে। চ্যাম্পিয়নস ট্রফিতে দলের সঙ্গে হারিসও ছিলেন ব্যর্থ। করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৮৩ রান দিয়ে শিকার ছিল দুটি। দুবাইয়ে ভারতের বিপক্ষে ৭ ওভারে ৫২ রান দিয়ে পাননি কোনো উইকেট।

ক্রিকেট এর আরও খবর: