শিরোনাম

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিং

 প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন   |   খেলাধুলা

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিং

স্কোর কার্ড দেখে সব সময় কোনো ম্যাচের পুরোটা বোঝা যায় না। এই যেমন পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের পিএসজি-লিভারপুল ম্যাচ। গত রাতে ম্যাচটি লিভারপুল জিতেছে ১-০ গোলে। এই ম্যাচই দারুণ রোমান্স ছড়িয়েছে। পিএসজি-লিভারপুল ম্যাচে রেফারিং নিয়েও উঠেছে প্রশ্ন। ম্যাচের ২৫ মিনিটে লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে ধাক্কা মারেন পিএসজি ফরোয়ার্ড ব্র্যাডলি বার্কোলাকে। লাল কার্ডের মতো ব্যাপার কি না, সেটা যাচাই করতে রেফারি ডেভিড মাসা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়েছেন। তবে কোনো ফাউল দেওয়া হয়নি। ম্যাচের সম্প্রচারক ক্যানাল প্লাসে ধারণকৃত ছবিগুলো যাচাই করলে দেখা যায়, পিএসজির সকার অ্যাডভাইজর লুইস কাম্পোস রেফারি মাসার ওপর ক্ষোভ ঝারছেন। ঘটনাটি ঘটেছে ম্যাচের প্রথমার্ধ শেষ করে সবাই টানেল দিয়ে বের হয়ে যাওয়ার সময়। ক্যাম্পোস বলেন, ‘এটা বিশ্বের যেকোনো মাঠে অবশ্যই লাল কার্ড বা পেনাল্টি হবে।’

সতীর্থ বারকোলার ওপর ফাউলের ঘটনায় পিএসজি মিডফিল্ডার ভিতিনহা অবশ্য রেফারি মাসাকে দায় দেননি। ভিতিনহা বলেন, ‘এটা বলা খুবই কঠিন। খুব দূরে থাকায় আমি সেটা দেখতে পারিনি। আমরা ঘটনা আড়ালের চেষ্টা করছি না।’ লিভারপুল কোচ আর্নে স্লটের মতে মাসা নিরপেক্ষ রেফারিং করেছেন। স্লট বলেন, ‘স্বাগতিক দলের ভক্ত-সমর্থকদের সামনে রেফারির দায়িত্ব পালন করা অত সহজ নয়। আমার মনে হয় না তিনি আমাদের কিংবা তাদের পক্ষে কিছু বলেছেন। এমন ম্যাচের জন্য তিনিই সেরা রেফারি।’

লিভারপুলের বিপক্ষে গত রাতে দাপট বেশি ছিল পিএসজির। ৭১ শতাংশ বল দখলে রাখে প্যারিসিয়ানরা। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ১০ শট করেও গোল আদায় করতে পারেনি পিএসজি। লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার কতটা দক্ষতার সঙ্গে গোলবার সামলেছেন, তা এই পরিসংখ্যানে স্পষ্ট। ম্যাচের ৮৭ মিনিটে ডারউইন নুনিয়েজের অ্যাসিস্টে গোল করেন লিভারপুল মিডফিল্ডার হার্ভে এলিয়ট। শুরুর একাদশে থাকা মোহামেদ সালাহকে ৮৬ মিনিটে উঠিয়ে নেওয়ার পর নামানো হয় এলিয়টকে। বেনফিকাকে গত রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে বার্সা ২২ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয়। দলটির ডিফেন্ডার পাউ কুবারসি দেখেন লাল কার্ড। ৬১ মিনিটে বার্সার জয়সূচক গোলটি করেন রাফিনিয়া।

খেলাধুলা এর আরও খবর: