শিরোনাম

ড্রেসিংরুমে ঘুমিয়ে পড়ে টাইমড আউট পাকিস্তানি তারকা

 প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন   |   ক্রিকেট

ড্রেসিংরুমে ঘুমিয়ে পড়ে টাইমড আউট পাকিস্তানি তারকা

পরপর দুই উইকেট গিয়েছে পড়ে। পরের ব্যাটার সৌদ শাকিল। পাকিস্তানের আগামীর সবচেয়ে বড় ভরসা যাকে বিবেচনা করা হয়। ৫ম ব্যাটার হিসেবে স্টেট ব্যাংক অব পাকিস্তান দলের হয়ে নামবার কথা ছিল তারই। কিন্তু সৌদ শাকিলের দেখা মিলল না পরের তিন মিনিটে। পিটিভি দলের অধিনায়ক আহমেদ বাট আবেদন করতে দেরি করেননি। আর তাতেই আউট হলেন সৌদ শাকিল। গণমাধ্যমের খবর, ড্রেসিংরুমে ঘুমিয়েই পড়েছিলেন সৌদ শাকিল। সেই ঘুম না ভাঙার কারণেই হয়েছেন টাইমড আউট। আর তাতে এই ম্যাচে ঘটেছে আরও এক উদ্ভট কাণ্ড। তিন বলের ব্যবধানে স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) হারিয়েছে ৪ উইকেট।

এমন উদ্ভট কাণ্ড ঘটেছে পাকিস্তানের প্রেসিডেন্টস কাপ গ্রেড-১ টুর্নামেন্টে। ঘটনার সূত্রপাত মোহাম্মদ শেহজাদের বলে উমর আমিন এবং ফাওয়াদ আলমের পরপর দুই বলে আউট হওয়ার পর। এসবিপি ১২৮ রানে ১ উইকেট থেকে চলে যায় ১২৮ রানে ৩ উইকেটে। এরপরেই সৌদ শাকিল ঘুমকাণ্ডে হয়েছেন টাইমড আউট। ১২৮ রানে ৪ উইকেটের পতন। এর ঠিক পরেই পরবর্তী ব্যাটার ইরফান খানও আউট হন। ১২৮ রানেই ৫ উইকেটের পতন। যেখানে বল হয়েছে ৩ টি। কিন্তু মোট উইকেটের সংখ্যা ৪টি। আর এমন বিপর্যয়ের পর এসবিপি অলআউট হয়েছে ২০৫ রানে।  

প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টে টাইমড আউট হয়ে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে পেশাদার ক্রিকেটে এমন বিব্রতকর আউট হলেন সৌদ শাকিল। সবমিলিয়ে মাত্র ৭ম ক্রিকেটার হিসেবে এমন আউট হওয়ার নজির এটি। 

উল্লেখ্য, পবিত্র রমজান মাসের কারণে প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টের খেলা চলছে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত আড়াইটা পর্যন্ত। দিনের বেলায় রোজা পালনরত ক্রিকেটারদের সমস্যার কথা বিবেচনায় রেখেই প্রেসিডেন্টস কাপ গ্রেড-১ টুর্নামেন্টে ফাইনাল চলছে ফ্লাডলাইটের আলোতে। 

ক্রিকেট এর আরও খবর: