সাফ অ্যাথলেটিক্সের ১৪ জনের ক্যাম্পে নেই ৩ রেকর্ডধারী

দক্ষিণ এশিয়ার অ্যাথলেটিক্সে অনিয়মিত আসর সিনিয়র সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ২০০৮ সালের পর থেকে এই প্রতিযোগিতা আর অনুষ্ঠিত হয় না। ১৬ বছর পর এবার ৩-৫ মে ভারতের রাচিতে পুনরায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাফ অ্যাথলেটিক্স উপলক্ষ্যে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ১৪ জন অ্যাথলেট নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু করবে। সদ্য সমাপ্ত জাতীয় চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সের ভিত্তিতে ফেডারেশন এই খেলোয়াড়দের নির্বাচন করেছে। ১৪ জনের মধ্যে নেই এবার জাতীয় প্রতিযোগিতায় রেকর্ডধারী শটপুট অ্যাথলেট গোলাম সারওয়ার, পোলভোল্টে বর্ষা খাতুন ও সৌরভ মিয়া।
অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের পক্ষে এবার জাতীয় অ্যাথলেটিক্সে সেরা নারী অ্যাথলেটের স্বীকৃতিও পেয়েছিলেন বর্ষা। রেকর্ডধারীদের জাতীয় দলের ক্যাম্পে না ডাকার কারণ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, '২০১৯ সালের এসএ গেমসে বিভিন্ন ইভেন্টের প্রথম স্থানের টাইমিংকে আমরা মানদন্ড ধরেছি। সেই মানদন্ডের কাছাকাছি যারা এবার জাতীয় প্রতিযোগিতায় ভালো করেছে তাদেরকে ডাকা হয়েছে।'
জাতীয় পর্যায়ে রেকর্ডধারীদের জাতীয় দলে প্রবেশের জন্য আরো একটু সময় অপেক্ষা করতে হচ্ছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, 'জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমস অনুষ্ঠিত হবে। সেখানে আমরা অ্যাথলেটিক্সে অনেকগুলো ইভেন্টে অংশগ্রহণ করব। অলিম্পিক থেকে নিদের্শনা পেলেই আমরা সেই ক্যাম্পের প্রস্তুতি শুরু করব। তখন তারা অবশ্যই থাকবে।'
অ্যাথলেটিক্সে ১৪ জনের ক্যাম্পে ছয় জন স্প্রিন্টার, তিন জন হার্ডলার, চার জন জাম্পার ও একজন ম্যারাথন রানার রয়েছেন। স্প্রিন্ট, হার্ডেলস ও জাম্প তিন ইভেন্টের জন্য আলাদা তিন জন কোচ ঠিক করেছে ফেডারেশন। ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর কোচ ফরিদ খান চৌধুরি হার্ডেলসের কোচের পাশাপাশি ক্যাম্প কমান্ডারের দায়িত্ব পালন করবেন। স্প্রিন্টারদের প্রশিক্ষণ দেবেন সাবেক দ্রুততম মানব ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তির শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক আব্দুল্লাহ হেল কাফী। জাম্পের কোচ হিসেবে কাজ করবেন সাবেক অলিম্পিয়ান ও বিকেএসপির কোচ ফৌজিয়া হুদা জুই। ক্যাম্পের সামগ্রিক বিষয় দেখভাল করবেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক কিতাব আলী।
সাবেক জাতীয় অ্যাথলেট জুইকে বিসিবি নারী ক্রিকেট দলের কন্ডিশনিং কোচ হিসেবে ছয় মাসের জন্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে অ্যাথলেটিক্স ফেডারেশনও কোচ নির্বাচন করেছে। এ নিয়ে ফেডারেশন সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, 'বিসিবি’র বিষয়টি আমাদের জানা ছিল না। আমরা বিকেএসপিতে চিঠি দিয়েছি। এটি এখন বিকেএসপি এবং তার সিদ্ধান্ত। তাকে না পেলে আমাদের অন্য কাউকে নিতে হবে।'
বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতিও। দুই ফেডারেশন একই সময় জুইকে নির্বাচিত করায় এখন বল বিকেএসপির কোর্টে। এ নিয়ে বিকেএসপির মহাপরিচালক বলেন, 'ডিপার্টমেন্টের (ক্রীড়া শাখা) সঙ্গে আলোচনা করে এ নিয়ে সিদ্ধান্ত নেব।'
জাতীয় অ্যাথলেটিক্সের ক্যাম্প আগামীকাল থেকে আর্মি স্টেডিয়ামে হবে। সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড অ্যাথলেটিক্স ফেডারেশনকে ট্র্যাক, জিমনেশিয়াম ও প্রশিক্ষণ সরঞ্জামাদি দিয়ে সহায়তা করবে। প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ব্যয় অ্যাথলেটিক্স ফেডারেশনই বহন করবে।
সাফ অ্যাথলেটিক্স ক্যাম্পে ডাক পাওয়া অ্যাথলেটরা হলেন-
১০০ মিটার- ইসমাইল, রাকিবুল হাসান, জুবাইল ইসলাম, শিরিন আক্তার ও সুমাইয়া দেওয়ান।
৪০০ মিটার- জহির রায়হান।
৪০০ মিটার হার্ডেলস- নাজমুল হোসেন রনি ও মাসুদ রানা।
১১০ মিটার হার্ডেলস- তানভীর ফয়সাল।
ম্যারাথন- আল আমিন।
হাই জাম্প- রিতু আক্তার, মাহফিজুর রহমান।
লং জাম্প- সোনিয়া আক্তার, মাসুদ রানা।