উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জিতলো অ্যাস্টন ভিলা

চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে মঙ্গলবার রাতে বেলজিয়াম ক্লাব ব্রুগের মাঠে গিয়ে ৩-১ গোলে জয় নিয়ে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টন ভিলা।ম্যাচের একেবারে শুরুতে, তৃতীয় মিনিটেই অ্যাস্টন ভিলাকে এগিয়ে দিয়েছিলেন লিয়ন বেইলি। ১২ মিনিটে সেই গোল শোধ করে দেন ম্যাক্সিম ডে কুইপার।
দ্বিতীয়ার্ধে, ম্যাচের একেবারে শেষের দিকে (৮২তম মিনিটে) ব্রেন্ডন মেকেলের আত্মঘাতি গোলে পিছিয়ে যায় ক্লাব ব্রুগ। ৮৮তম মিনিটে পেনাল্টি পায় অ্যাস্টন ভিলা। স্পট কিক নেন মার্কো আসেনসিও। তার নেয়া পেনাল্টি শটে জিতে যায় ভিলা।