শিরোনাম

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

 প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০১:১৮ অপরাহ্ন   |   খেলাধুলা

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

লিওনেল মেসির খ্যাতি তো বিশ্বজোড়া। একের পর এক শিরোপা জয়, রেকর্ড গড়েই চলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। এবার তাঁর সঙ্গে যোগ হয়েছেন আরেক মেসি। ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভেরিও আছেন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে আর্জেন্টিনা দলে। বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে সামনে রেখে গত রাতে ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে চোটে পড়ায় ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা। দলে ডাক পেয়েছেন একাধিক তরুণ ফুটবলার। আক্রমণভাগে আছেন ইতালির কোমো ১৯০৭ ক্লাবের নিকোলাস পাজ, ম্যানচেস্টার সিটির এচেভেরি, বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রোর মতো তরুণরা আছেন এই দলে। এচেভেরি কদিন আগে শেষ হওয়া দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৬ গোল করেছিলেন।

ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা বাছাইপর্বের দলে আছেন তিন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ। এমি মার্তিনেজ মেজর টুর্নামেন্টে কয়েকবার সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। বাজপাখির মতো প্রতিপক্ষের অনেক নিশ্চিত গোল ঠেকিয়ে দেন তিনি। রক্ষণভাগে আছেন নিকোলাস ওতামেন্দি, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরোর মতো তারকারা। আর্জেন্টিনার মাঝমাঠটাও বেশ শক্তিশালী। লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পলদের সঙ্গে আছেন দিয়েগো সিমিওনের ছেলে হুলিয়ানো সিমিওনে। দিয়েগো আতলেতিকো মাদ্রিদের কোচ হিসেবে কাজ করছেন। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে আক্রমণভাগে পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজের মতো তারকারাও থাকছেন।

মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-উরুগুয়ে। ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এরপর ২৬ মার্চ এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। ১২ ম্যাচে ৮ জয়, ১ ড্র ও ৩ পরাজয়ে ২৫ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আর্জেন্টিনা। দুই ও পাঁচে থাকা উরুগুয়ে ও ব্রাজিলের পয়েন্ট ২০ ও ১৮। তারা প্রত্যেকেই ১২টি করে ম্যাচ খেলেছে।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ

রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হার্মান পেজ্জেলা, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা

মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজিকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, থিয়াগো আলমাদা

আক্রমণভাগ: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, নিকোলাস পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া

খেলাধুলা এর আরও খবর: