শিরোনাম

৫০ ওভার খেলেও আড়াইশ করতে পারল না ভারত

 প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন   |   ক্রিকেট

৫০ ওভার খেলেও আড়াইশ করতে পারল না ভারত

নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমি ফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারত-নিউজিল্যান্ড দুই দলেরই। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এমন ম্যাচে ব্যর্থ ভারতের টপ অর্ডার। রোহিত শর্মা-বিরাট কোহলিরা সুবিধা করতে না পারলেও মিডল অর্ডার ব্যাটাররা দারুণ লড়াই করেছেন। তাতে লড়াইয়ের পুঁজি পেয়েছে ভারত। দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শ্রেয়াস আইয়ার। আসর জুড়ে দুর্দান্ত ব্যাটিং করা শুবমান গিল আজ শুরুতেই ফিরেছেন। ৭ বল খেলে মাত্র ২ রান করতে পেরেছেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে এই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন ম্যাট হেনরি। আরেক ওপেনার রোহিত শর্মাও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে ভালোই শুরু করেছিলেন তিনি। এক চার ও এক ছক্কায় ১৭ বলে ১৫ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। তিনে নেমে বিরাট কোহলিও দুই ওপেনারের পথেই হেটেছেন। ১১ রান করে এই অভিজ্ঞ ব্যাটার ফিরলে ৩০ রানেই ৩ উইকেট হারায় ভারত। এরপর দলের হাল ধরেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। এই দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে তোলেন ৯৮ রান। ৪২ রান করে অক্ষর ফিরলে ভাঙে সেই জুটি। এরপরও শ্রেয়াস এক প্রান্তে দুর্দান্ত ব্যাট করেছেন। সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন তিনি। তবে ৭৯ রানে কাটা পরেছেন এই মিডল অর্ডার ব্যাটার। এরপর লোকেশ রাহুল-হার্দিক পান্ডিয়ারাও ভালো ব্যাটিং করেছেন। ৪৫ বলে ৪৫ রানের কার্যকরী এক ইনিংস খেলেছেন হার্দিক। তাছাড়া রাহুলের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ২৩ রান।

ক্রিকেট এর আরও খবর: