শিরোনাম

অবশেষে দল নিশ্চিত হলো লিটনের, অনিশ্চয়তায় মুস্তাফিজ

 প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন   |   ক্রিকেট

অবশেষে দল নিশ্চিত হলো লিটনের, অনিশ্চয়তায় মুস্তাফিজ

আগামীকাল সোমবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। যেখানে অংশগ্রহণ করছে ১২টি দল। আসর শুরুর দিন দুয়েক আগেও দল নিয়ে অনিশ্চয়তায় ছিলেন লিটন। অবশেষে নিশ্চিত হলো তার দল। মূলত পারিশ্রমিক ইস্যুতেই দল নিশ্চিত করতে পারছিলেন না লিটন। এই ওপেনারের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বনিবনা হচ্ছিল না কোনো দলেরই। অবশেষ ডিপিএল শুরুর আগের দিন আজ রোববার জানা গেল গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন লিটন। গুলশানের এই ক্লাবটির মালিকানায় রয়েছেন তামিম ইকবাল। মিরপুরে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে গুলশানে লিটনের খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। গুলশান ক্রিকেট দলটি মূলত তারুণ্য নির্ভর। একাধিক তরুণ ক্রিকেটারসহ দলটিতে রয়েছেন অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররাও। দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন। এদিকে লিটনের দল পাওয়ার বিষয়টি জানা গেলেও মুস্তাফিজুর রহমানের দল পাওয়া নিয়ে এখনো কিছু জানা যায়নি। দেশের অন্যতম সেরা এই পেসার কোন দলের হয়ে ডিপিএলে খেলবেন তা এখনো নিশ্চিত হয়নি।

ক্রিকেট এর আরও খবর: