শিরোনাম

ডিপিএলের প্রথম ৫ রাউন্ডের সূচি প্রকাশ

 প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন   |   খেলাধুলা

ডিপিএলের প্রথম ৫ রাউন্ডের সূচি প্রকাশ

আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন আসর। সে উপলক্ষ্যে আজ (শুক্রবার) প্রথম পাঁচ রাউন্ডের জন্য সূচি ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। আগামী সোমবার উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ৬টি দল। এর মধ্যে আবাহনী লিমিটেড ও অগ্রণী ব্যাংক লড়বে মিরপুর শের-ই বাংলা মাঠে।

এ ছাড়া বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং গুলশান ক্রিকেট ক্লাব খেলবে। একই সময়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের চার নম্বর মাঠে লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

আসন্ন আসরে মিরপুর স্টেডিয়ামে সবমিলিয়ে অনুষ্ঠিত হবে ২৮টি ম্যাচ। বাকি দুটি ভেন্যু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন ও চার নম্বর মাঠ। পুরো আসরে রিজার্ভ ভেন্যু হিসেবে থাকছে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (পিকেএসপি) ও বসুন্ধরা ক্রিকেট মাঠ। এবার সরাসরি সম্প্রচারিত হবে ডিপিএলের ম্যাচগুলো।


খেলাধুলা এর আরও খবর: