ইতিবাচক ধারায় শেয়ারবাজার

আগের সপ্তাহে টানা ৭ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছিল ৯০ পয়েন্ট। বিপরীতে চলতি সপ্তাহে টানা ৪ কর্মদিবস বাজার ইতিবাচক থাকায় ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫৮ পয়েন্ট। আলোচ্য ৪ কর্মদিবসের মধ্যে আজ বুধবার (০৫ ফেব্রুয়ারী) ডিএসইর সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইএক্স ২২.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭০ পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ১ পয়েন্ট। ডিএসইতে ৪৭১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৪৪ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৬ কোটি ৭৩ লাখ টাকার বা ৬ শতাংশ।
ডিএসইতে লেনদেন হওয়া ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০৭টির বা ৫১.৬২ শতাংশের, কমেছে ১২৯টির বা ৩২.১৬ শতাংশের এবং পরিবর্তন হয়নি ৬৫টির বা ১৬.২০ শতাংশের। অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৪ কোটি ২৩ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৫টির, কমেছে ৬৭টির এবং পরিবর্তন হয়নি ১৬টির।সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৪২পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ৩০ পয়েন্ট।