জামালপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১.০০ টায় জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কর্তৃক রিজার্ভ অফিস, জামালপুর বার্ষিক পরিদর্শন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ কল্যাণ সভায় জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি ফোর্সদের সকল সমস্যার কথা শুনেন ও সকলের সমস্যা দ্রুত সমাধান করার নির্দেশ প্রদান করেন এবং সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।