শিরোনাম

সাতদিনে পুলিশ ক্লিয়ারেন্স

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন   |   পুলিশ প্রশাসন

সাতদিনে পুলিশ ক্লিয়ারেন্স


ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান বলেছেন, কারো পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে অনলাইনে আবেদন করবেন। সাতদিনের ভেতরে কাজ হয়ে যাবে। এ বিষয়ে কারও সঙ্গে যোগাযোগ করবেন না। শনিবার কদমতলীর স্থানীয় এক কমিউনিটি সেন্টারে কদমতলী থানা এলাকার সম্মানিত নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খোন্দকার নজমুল হাসান বলেন, দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশকে অনেক সময় বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এরপরও রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমাদের দায়িত্ব হলো নাগরিকদের যথাসময়ে তার গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করা।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‌‘যানজট ঢাকা শহরে একটি নিত্যনৈমিত্তিক সমস্যা। দেশে প্রায় প্রতিবছর যানজটের কারণে ৩৬ হাজার কোটি টাকা অপচয় হয়। এছাড়া যখনই যানজটে পড়ি ভালো লাগুক আর না লাগুক, পেছনের জন অনবরত হর্ন বাজাতে থাকেন। কিন্তু নাগরিক হিসেবে আমাদের এই কাজটি করা মোটেই কাম্য নয়। অতিরিক্ত পুলিশ কমিশনার আরো বলেন, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল চালকরা কারণে-অকারণে হর্ন বাজাচ্ছেন। এতে নিজের এবং অন্যের শ্রবণশক্তি হ্রাস পাচ্ছে। আমরা সবাই বড় বড় অট্টালিকা তৈরি করি কিন্তু বাড়ির পাশে বা সামনে কোনো রাস্তা রাখতে চাই না। আমরা আত্মকেন্দ্রিক, এজন্য আমরা সুবিধাবঞ্চিত।’

পুলিশ প্রশাসন এর আরও খবর: