চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় জেএমএস গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক তৈরি প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শনিবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। এরপর ফ্রিপোর্ট এলাকায় সড়কে অবস্থান নেন। তবে দুুপুর দেড়টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। সড়ক অবরোধের সময় ফ্রিপোর্ট মোড়ে শ্রমিকরা অবস্থান নেওয়ার ফলে নগরের স্টিল মিল পর্যন্ত সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে বন্দর-পতেঙ্গার সঙ্গে সড়কপথে যোগাযোগ বন্ধ রয়েছে। পতেঙ্গা এলাকার বিভিন্ন কনটেইনার ডিপো থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক-লরিও আটকা পড়েছে যানজটে। শ্রমিকদের দাবি, ফেব্রুয়ারি, মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস বকেয়া রেখেছে মালিকপক্ষ। এই বকেয়া পরিশোধ নিয়ে মালিকপক্ষ বরাবর সময় দিয়েও কালক্ষেপণ করছে। যার কারণে সড়ক অবরোধ করেছেন তারা। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান ঢাকা পোস্টকে বলেন, ‘জেএমএস গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে। আমরা তাদেরকে বুঝিয়ে সরিয়ে দিয়েছি। প্রতিষ্ঠানটির মালিক মোবাইল বন্ধ করে রেখেছে। তাকে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজে বিস্তারিত জানিয়েছি।’