আলী রিয়াজের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের নির্বাহীর বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) শেরেবাংলা নগরে সংসদ ভবনের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিসহ বিবিধ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অধ্যাপক আলী রীয়াজ জানান, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হচ্ছে। ঈদের আগে অন্ততপক্ষে ৪টি দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। ঈদ ছুটি শেষে পর্যায়ক্রমে বাকী দলগুলোর সঙ্গেও আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি জানান, বিভিন্ন কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর সুনির্দিষ্ট মতামত জানতে ইতোমধ্যে স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো হয়। এ পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।
এ সময় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশীয় কর্মসূচির পরিচালকপিয়েরে প্রকাশ এবং প্রতিষ্ঠানটির মিয়ানমার ও বাংলাদেশীয় সিনিয়র কন্সালট্যান্ট থমাস কেন উপস্থিত ছিলেন।