নারায়ণগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় দর্গাবাড়ি মসজিদের সামনে কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে জিহাদ পাঠান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবা জাহাঙ্গীর পাঠান জানান, রাত সাড়ে আটটার দিকে আমার ছেলের সঙ্গে বাড়ির পাশেই তার এক বন্ধুর কথা কাটাকাটি হয়। এর জেরে ধারালো অস্ত্র দিয়ে আমার ছেলের মাথা ও বুকে ছুরিকাঘাত করে। আমরা খবর পেয়ে গুরুতর অবস্থায় আমার ছেলেকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর থানার ইসলামপুর গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জে শিবু মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।