প্রতারণা করে দুবাই পালানো শুভ অবশেষে গ্রেপ্তার

পল্টন থানায় দায়ের করা প্রতারণা মামলায় দুই কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত রাউফুন আলম চৌধুরী ওরফে শুভকে (৩২) গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘদিন পলাতক থাকার পর গত রোববার (১৬ মার্চ) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাক গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
তিনি জানান, মামলার এজাহার অনুযায়ী, রাউফুন আলম চৌধুরী শুভ বাদীর কাছ থেকে নগদ ও বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে দুই কোটি ৬৮ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তিনি এর বিপরীতে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র তৈরি করেন এবং ইস্টার্ন ব্যাংকের ছয়টি চেক দেন। তবে পরে প্রতারণার আশ্রয় নিয়ে টাকা ফেরত না দিয়ে তিনি দুবাই পালিয়ে যান।
তিনি আরও জানান, ডিএমপির পল্টন থানায় করা মামলার (এফআইআর নং-৩০/৪০৮, তারিখ ১৯ জুলাই ২০২২) এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদী ও আসামি পূর্বপরিচিত ছিলেন। ব্যক্তিগত আস্থার সুযোগ নিয়ে রাউফুন আলম চৌধুরী তার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সিআইডি।