আবাহনীর সাবেক খেলোয়াড় নাঈম আর নেই

ঢাকা আবাহনীর সত্তর দশকের খেলোয়াড় মো. হোসেন নাঈম আর নেই। আজ (মঙ্গলবার) রাতে রাজধানী ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং খানিকটা বিচ্ছিন্নও ছিলেন ক্রীড়াঙ্গন থেকে। ১৯৭২ সাল থেকে আবাহনী ফুটবল দলের যাত্রা শুরু। হকি ও ক্রিকেটের যাত্রাও কাছাকাছি সময়ে। ১৯৭৩ সালে আবাহনী হকি দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। হকির পাশাপাশি ফুটবলও খেলতেন নাঈম। যদিও হকি অঙ্গনেই তার পরিচিতি বেশি।
নাঈমরা তিন ভাই–ই আবাহনীর হয়ে খেলেছেন। দুই ভাই মহসীন ও নাম্মী গায়ে তুলেছেন আবাহনীর জার্সি। তিন ভাইয়ের মধ্যে খেলোয়াড় হিসেবে নাম্মীই বেশি নাম কামিয়েছেন। আবাহনী হকি দলের দ্বিতীয় অধিনায়ক নাম্মী। সত্তর দশক থেকে তিনি তিন যুগেরও বেশি সময় আবাহনী হকি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বড় ভাই নাঈমের খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার খুব বেশি লম্বা না হলেও পরবর্তীতে ফুটবল–হকি দলে কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন কিছুদিন।
নাঈমের মৃত্যুতে আবাহনী ক্লাবের সাবেক খেলোয়াড় ও কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। নাঈমের আরেক ভাই মহসীন ইন্তেকাল করেছেন আগেই। এখন শুধু রয়েছেন এহসান নাম্মী।