শিরোনাম

ওরিয়ন গ্রুপের ৩১ ব্যাংক হিসাব ফ্রিজ, ৪৩ একর জমি ক্রোক

 প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন   |   আইন-আদালত

ওরিয়ন গ্রুপের ৩১ ব্যাংক হিসাব ফ্রিজ, ৪৩ একর জমি ক্রোক

দুর্নীতির অভিযোগ থাকায় ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, তার স্ত্রী ও ছেলে মেয়ের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) ও একটি ফ্ল্যাটসহ ৪৩ একর জমি ক্রোকের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১০ মার্চ) দুদকের পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের নামীয় ৩১ টি ব্যাংক হিসাবে জমাকৃত ২০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা এবং ৬ হাজার ৫৭৫ মার্কিন ডলার রয়েছে। এছাড়া ২০ টি দলিলমূলে ২ কোটি ৯০ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৪৩ একর ২৫.৪৫ শতাংশ জমি এবং ৯৫ লাখ ৯০ হাজার টাকার একটি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক রাশেদুল ইসলাম এসব সম্পদ ফ্রিজ ও ক্রোক চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। যদি তিনি তা করতে পারেন, তাহলে মামলার পর বিচার শেষ হলে দোষী সাব্যস্ত হলে যে সম্পত্তি সরকারের অনুকূলে নেওয়ার কথা, তা সম্ভব হবে না। তাই, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে, আদালতের রায়ের পর সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্ত নিশ্চিত করতে এই সম্পত্তিগুলো ক্রোক (স্থাবর সম্পত্তি) ও ফ্রিজ (অস্থাবর সম্পত্তি) করা জরুরি।

আইন-আদালত এর আরও খবর: