জীবন বীমার বোর্ড সভায় পলিসি বোনাস অনুমোদন

জীবন বীমা করপোরেশনের পরিচালনা বোর্ডের ৬৩১তম সভায় করপোরেশনের পলিসি গ্রাহকের অনুকূলে বিভিন্ন হারে পলিসি বোনাস ঘোষণা করা হয়েছে। ঘোষিত বোনাস পরিষদের ক্ষেত্রে আর্থিক পরিমাণ হবে প্রায় ছয়শত কোটি টাকা।
একই সঙ্গে বোর্ড সভায় করপোরেশনের জিএম ডিজিএম এজিএম ম্যানেজারসহ বিভিন্ন পদে প্রায় দুইশত কর্মকর্তা কর্মচারীর পদোন্নতির সুপারিশ অনুমোদন করা হয়। পলিসি গ্রাহকের অনুকূলে ঘোষিত বোনাস এবং কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি করপোরেশনের ব্যবসায়িক প্রসারসহ সার্বিক কার্যক্রমে ব্যাপক ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে মর্মে বোর্ড সভায় দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি