শিরোনাম

আইটিখাতের বিদেশি আয় আনতে পারবে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার

 প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন   |   তথ্যপ্রযুক্তি

আইটিখাতের বিদেশি আয় আনতে পারবে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার

এখন থেকে আইটিখাতের বৈদেশিক আয় দেশে আনার সুযোগ পাচ্ছে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপিএস) কোম্পানি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই সুযোগের ফলে আটিখাতের বিদেশি আয় সহজে দেশে আনতে পিএসপিএস প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করতে পারবে। এতোদিন ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের (এমএফএসপি) মাধ্যমে এসব আয় দেশে আনার সুযোগ ছিল। রোববার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এর আগে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি মোবাইলে সেবাদান প্রতিষ্ঠান, বিদেশে থাকা অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল ওয়ালেট প্রোভাইডার কিংবা অ্যাগ্রিগেটরদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আইটিখাতের ক্ষুদ্র ক্ষুদ্র আয় দেশে আনার সুযোগ দেওয়া হয়। আইটিখাতের আয় প্রত্যাবাসনের জন্য আরো বেশি সুবিধা দিতে লাইসেন্সপ্রাপ্ত স্থানীয় পিএসপিদেরকে একই সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক।  

নতুন নীতিমালার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১১ সালের অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বিদেশি অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সেবাখাতের ক্ষুদ্রক্ষুদ্র আয় প্রত্যাবাসনের নীতিমালা বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা হয়। বেশ কয়েকটি ব্যাংক এ ধরনের আয় প্রত্যাবাসন করে থাকে। এ জাতীয় লেনদেনের সংখ্যা বেশি হলেও লেনেদেন প্রতি অর্থের পরিমাণ কম। ছোট ছোট আয় পিএসপিদের মাধ্যমে সহজে প্রত্যাবাসন হবে বলে আশা করছেন তারা।

তথ্যপ্রযুক্তি এর আরও খবর: