বিএমএসএস এর নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির (বিএমএসএস) ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইফতেখার আহমেদ সাকিব, সেক্রেটারি জেনারেল হয়েছেন তাসনিম হোসেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের নতুন নেতৃত্ব মেডিকেল শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা খাতে স্বেচ্ছাসেবামূলক কাজ এবং নীতি-পর্যায়ে অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে কাজ করার মাধ্যমে আগামী দিনের অগ্রযাত্রাকে আরও গতিশীল ও কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে।
২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী পরিষদ- সভাপতি ইফতেখার আহমেদ সাকিব, ভাইস প্রেসিডেন্ট (ইন্টারনাল অ্যাফেয়ার্স) নাহিয়ান ইসলাম হৃদি, ভাইস প্রেসিডেন্ট (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) শ্রেষ্ঠা চৌধুরী, সেক্রেটারি জেনারেল তাসনিম হোসেন, ভাইস প্রেসিডেন্ট (ক্যাপাসিটি বিল্ডিং) আবদুল্লাহ আমি ও ভাইস প্রেসিডেন্ট (পাবলিক রিলেশনস অ্যান্ড কমিউনিকেশন) ডা. কামরুন নেছা আলম উজমা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই নির্বাহী কমিটির মূল লক্ষ্য ও মূল্যবোধকে ধারণ করে স্বাস্থ্যখাতে শিক্ষার্থীদের ক্ষমতায়ন, গবেষণা, জনস্বাস্থ্য উন্নয়ন এবং অ্যাডভোকেসির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করবে। তাদের নেতৃত্বে বিএমএসএস নতুন প্রকল্প, কৌশলগত অংশীদারিত্ব এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে চিকিৎসা শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।
প্রসঙ্গত, বিএমএসএস দীর্ঘদিন ধরে বাংলাদেশে জনস্বাস্থ্য উন্নয়ন, চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং নীতি-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন নির্বাহী কমিটি আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নীতি-নির্ধারকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি চিকিৎসা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।