শিরোনাম

পাবলিক হেলথ ও রোগ প্রতিরোধে গবেষণা বাড়ানোর তাগিদ

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন   |   স্বাস্থ্য

পাবলিক হেলথ ও রোগ প্রতিরোধে গবেষণা বাড়ানোর তাগিদ

দেশের চিকিৎসা ব্যবস্থা ও রোগীদের স্বাস্থ্য সেবার উন্নয়নে পাবলিক হেলথ ও রোগ প্রতিরোধ সম্পর্কিত গবেষণা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম। শনিবার  সুপার স্পেশালাইজড হাসপাতালের কনভেনশন হলে ‘এবিসি অফ রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিকস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপাচার্য বলেন, আমাদেরকে গবেষণায় আরও মনোনিবেশ করতে হবে। এক্ষেত্রে রোগীদের চাহিদা পূরণ করতে, গবেষণায় যাতে পাবলিক হেলথ ও রোগ প্রতিরোধ সম্পর্কিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হলো নলেজ জেনারেট করা। সে জন্য প্রয়োজন গবেষণার। মনে রাখতে হবে, চিন্তাকে স্ট্রাকচারালে রূপান্তর করাই রিসার্চ মেথোডোলজি, যা গবেষণার জন্য অপরিহার্য। শাহিনুল আলম বলেন, অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হকের এবিসি অফ রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিকস বইটিতে ২৬টি চাপ্টার রয়েছে। সারভাইভাল এনালাইসিসসহ এমন বিষয় রয়েছে যা প্রমাণ করে বিএসএমএমইউর গবেষণা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি এই বইটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও গবেষণার গুণগতমান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক। তিনি বলেন, বায়োস্ট্যাটিস্টিকস বইটি মেডিকেল শিক্ষক, শিক্ষার্থীদের সব ধরনের গবেষণায় বিশেষ অবদান রাখবে। ছাত্র ছাত্রীদের থিসিস সম্পন্ন করা, ডিসারটেশন রাইটিংয়েও কাজে লাগবে। পরীক্ষার্থী এবং যারা পরীক্ষা নিবেন তাদেরও কাজে লাগবে এ বইটি। মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিএসএমএমইউর সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। এ সময় আরও বক্তব্য দেন সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহবুব মোতানাব্বী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ডা. মো. মোজাম্মেল হক বিএসএমএমইউর বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং বিএসএমএমইউ ও বিসিপিএস থেকে বায়োকেমিস্ট্রিতে এমফিল, এফসিপিএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি ফিলিপাইনস ম্যানিলার পাবলিক হেলথ কলেজ থেকে গবেষণা পদ্ধতি ও বায়োস্ট্যাটিস্টিকস বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। তিনি গবেষণা কার্যক্রমে যুক্ত আছেন এবং পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের বায়োস্ট্যাটিস্টিকস পড়ান। ২০০৫ সাল থেকে বিসিপিএস কর্তৃক চিকিৎসকদের জন্য অনুষ্ঠিত ডিসারটেশন রাইটিং, গবেষণা পদ্ধতি ও বায়োস্ট্যাটিস্টিকস প্রশিক্ষণ কর্মসূচির একজন রিসোর্স পারসন হিসেবেও কাজ করছেন তিনি।

স্বাস্থ্য এর আরও খবর: