শিরোনাম

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০২:২৯ অপরাহ্ন   |   স্বাস্থ্য

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী বিডিআর বিদ্রোহ মামলার আসামি শেখ জোবায়ের হোসেনের (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৩টার দিকে কারারক্ষীরা মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারা সূত্রে জানা যায়, মৃত জোবায়ের হোসেনের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার দরগাইপীর গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

স্বাস্থ্য এর আরও খবর: