শিরোনাম

মাগুরার সেই শিশুর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন   |   স্বাস্থ্য

মাগুরার সেই শিশুর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

মাগুরার সদর নিজনান্দুয়ালী গ্রামে ধর্ষণের শিকার আট বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, শিশুটির চিকিৎসায় চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে ঢামেকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

ঢামেক পরিচালক বলেন, শিশুটির শারীরিক অবস্থা অবনতির দিকে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার জন্য চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা শিশুটির ব্যাপারে খুব আশাবাদী নন বলেও জানান তিনি। মো. আসাদুজ্জামান বলেন, মেডিকেল বোর্ড বসে শিশুটির চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা বিনা মূল্যে করা হবে বলেও জানান পরিচালক।

এদিকে, ঢামেকের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন শিশুটিকে শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টায় লাইফ সাপোর্ট দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢামেকে আনা হয়। পরে শিশুটিকে ঢামেকের পিআইসিইউতে নেওয়া হয়।

স্বাস্থ্য এর আরও খবর: