শিরোনাম

বদ্দা ইজ ব্যাক ‘অ্যালেন স্বপন-২’

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন   |   বিনোদন

বদ্দা ইজ ব্যাক ‘অ্যালেন স্বপন-২’

আলোচিত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর নতুন সিজন প্রস্তুত। সিরিজে নাসির উদ্দিন খানের সঙ্গে আবারও দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে। ১৪ মার্চ সিরিজের নতুন মৌসুম ঘোষণা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’।

এ সংলাপ দিয়ে শেষ হয়েছিল ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। শেষ দৃশ্যে মুখ ঢাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছিল স্বপন। ওই ব্যক্তি কেন স্বপনকে খুঁজছিল? এমন কিছু প্রশ্ন রেখে শেষ হয়েছিল সিরিজের ওই সিজন। নতুন সিজনে সেসব প্রশ্নের জবাব পাওয়া যাবে। ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সিজন-২ মুক্তির ঘোষণা দিয়েছে চরকি।

পবিত্র ঈদুল ফিতরে নতুন সিজন উপভোগ করতে পারবেন দর্শক। ঘোষণার ভিডিওতে চট্টগ্রামের ভাষায় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমার চারশ কোটি টাকা কোথায়?’ এর পরই মুখ খোলে অ্যালেন স্বপন। বলে, ‘আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।’ সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনও অধরা। এ পরিমাণ টাকা কার এবং কোথায় লুকানো আছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকের মনে।