শিরোনাম

টেকনাফে দুই লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন   |   অপরাধ

টেকনাফে দুই লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে র‍্যাব ও কোস্টগার্ডের অভিযানে ২ লাখ পিস ইয়াবাসহ সাত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলা শাহপরী দ্বীপের দক্ষিণ পূর্বে নাফনদী মোহনা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন—ইয়াসিন (৫৬), মোস্তফা (৩৩), ইলিয়াস (২১), দীন মোহাম্মদ (৩৪), মো. সাবের (৩০), জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫)। আটক সবাই টেকনাফ-উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানায় কোস্টগার্ড।বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের বিশাল একটা ইয়াবার চালান বাংলাদেশে আসছে। এই তথ্যে পাওয়ার পর র‍্যাব ও কোস্টগার্ডের একটি টিম অভিযান পরিচলনা করে। আমাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ সাতজনকে আটক করা হয়। এ সময় বোটটি তল্লাশি করলে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

অপরাধ এর আরও খবর: