শিরোনাম

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও পা জব্দ

 প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন   |   অপরাধ

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও পা জব্দ

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও পা উদ্ধার করেছে বনরক্ষীরা। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশন সংলগ্ন ঘাগড়ামারী এলাকা থেকে এই হরিণের মাংস জব্দ করা হয়। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরঞ্জিত বলেন, সুন্দরবনে হরিণ পাচারকারী চক্র ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে ঘাগড়ামারী ক্যাম্পের বনরক্ষী ইউসুফ হাওলাদার, মহিউদ্দিন ও জয়নুল আবেদীন অভিযানে যায়।

এসময় হরিণ শিকারি চক্র তাদের দেখে ধারালো অস্ত্র উঁচিয়ে হুমকি প্রদর্শন করে। এসময় বনরক্ষীরা ফাঁকা গুলি ছুড়লে শিকারিরা মাংস ফেলে গহীন বনে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে শিকারিদের ফেলে রাখা ৩০ কেজি হরিণের মাংস, দুটি মাথা ও সাতটি পা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, বনের মধ্যে পালিয়ে যাওয়া চারজন হরিণ শিকারির মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বাগেরহাট আদালতে জব্দকৃত মাংস পাঠানো হবে।

অপরাধ এর আরও খবর: