শিরোনাম

পাকিস্তানি পেসারদের মান নিয়ে প্রশ্ন তুললেন মঈন

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন   |   ক্রিকেট

পাকিস্তানি পেসারদের মান নিয়ে প্রশ্ন তুললেন মঈন

বিশ্ব ক্রিকেটকে বাঘা বাঘা সব পেসারের সঙ্গে পরিচিত করেছে পাকিস্তান। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আক্তারদের মতো পেসারদের জন্ম হয়েছে পাকিস্তানের মাটিতে। পেসারদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত পাকিস্তানের পেস ইউনিট এখন অনেকটাই সাদা-মাটা।

বর্তমান সময়ে শাহিন আফ্রিদি, হারিস রউফ কিংবা নাসিম শাহদের মতো পেসার তাদের লাইনআপে থাকলেও পেসাদের সেই স্বর্ণযুগ এখন কেবলই অতীত, এমনটাই মনে করেন মঈন আলি। ইংল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার পাকিস্তানের বর্তমান পেস ইউনিটের মান নিয়েও প্রশ্ন তুলেছেন।

তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে তারা বিশ্বের সেরা পেস আক্রমণ গড়ে তুলেছেন কি না। পডকাস্টে মঈন বলেন, 'বিশেষ করে পাকিস্তানি পটভূমির লোকজনের মধ্যে একটা ধারণা আছে যে পাকিস্তানের পেস বোলিংই সেরা। 'কিন্তু আমি তা মনে করি না। ওরা ভালো, তবে সেরা নয়। নাসিম শাহ, শাহীন আফ্রিদি ও হারিস রউফ নিঃসন্দেহে খুব ভালো বোলার। আমরা এটা বলছি না যে তারা খারাপ, তবে তারা বিশ্বের সেরা বোলারও নয়।'-যোগ করেন তিনি।

সম্প্রতি খুবই বাজে সময় পার করছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ পাকিস্তানের পেসাররা বেশ ভুগেছেন। তাদের বাজে ফর্মের প্রভাব পড়ে দলের ফলাফলেও। বিশেষ করে শাহীন আফ্রিদি। দলের সেরা এই পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে কোনো উইকেট না নিয়ে ৬৮ রান দেন এবং ভারতের বিপক্ষে ৮ ওভারে ৭৪ রান দিয়ে পান মাত্র দুটি উইকেট।


ক্রিকেট এর আরও খবর: