পবিত্র রমজানে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনের দাবি জাবি ছাত্রশিবিরের

নিশান খান, জাবি
পবিত্র মাহে রমজানে শিক্ষার্থীদের ইবাদত ও অ্যাকাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডাইনিং ও ক্যান্টিনের পুষ্টিগুণসম্পন্ন খাবার সরবরাহ পাঁচ দফা দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী ) দুপুরে উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপির অন্যান্য দাবি গুলো হলো নতুন আবাসিক হলে গ্যাস সংযোগ চালু করা ও খাবারের দোকানগুলোর মান ও মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম জোরদার করা; ছাত্রী হলগুলোতে আজান শোনার ব্যবস্থা করা ও পৃথক নামাজের কক্ষ চালু করা,ছাত্রী হলগুলোর ডাইনিং,ক্যান্টিন পুনরায় চালু করা,বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক অভিজ্ঞ চিকিৎসক নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয়ের শাখা সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয় আবাসিক হলগুলোর বেশির ভাগ ডাইনিং ও ক্যান্টিনে সেহেরী ও ইফতারের ব্যবস্থা থাকে না। এতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পরতে হয়। তাই হলগুলোর ডাইনিং ও ক্যান্টিন রমজানে খোলা রাখার দাবি জানানো হয়। সেই সাথে পুষ্টিমান বৃদ্ধির জন্য প্রয়োজনে ভর্তুকি বৃদ্ধি করার দাবি জানান। সেই সাথে বাইরের দোকানগুলোর খাবারের মান ও দাম ঠিক রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভূমিকা রাখার দাবি জানান।
এছাড়াও রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক অভিজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিতেরও দাবি জানিয়েছেন শাখা শিবিরের নেতৃবৃন্দ।