শিরোনাম

বাকৃবিতে মাসে সাড়ে ২৬ লাখ টাকার সিগারেট বিক্রি!

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন   |   ক্যাম্পাস

বাকৃবিতে মাসে সাড়ে ২৬ লাখ টাকার সিগারেট বিক্রি!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলছে সিগারেটের রমরমা ব্যবসা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং আশপাশের দোকানগুলোতে প্রতিদিন সিগারেট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ হাজার টাকারও বেশি। মাসের হিসেবে যা দাঁড়ায় ২৬ লাখ ৪০ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের বিভিন্ন টং দোকান এবং আবাসিক হলের ক্যান্টিনগুলোতে শিক্ষার্থীদের পাশাপাশি সিগারেটের নিয়মিত ক্রেতা বহিরাগতরাও। বিশেষ করে ক্লাস শেষে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দোকানগুলোতে চলে সিগারেট বেচাকেনা। ছেলেদের ৯টি আবাসিক হলের ক্যান্টিনে খোঁজ নিয়ে দেখা যায়, হলগুলোতে দৈনিক ২২ হাজার টাকারও বেশি সিগারেট বিক্রি হয়। সিগারেটের ক্রেতা শিক্ষার্থী এবং হলের স্টাফরা।

বেশ কয়েকটি হলের ক্যান্টিনের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীরা যদি ১০ টাকা খাবারের পেছনে খরচ করেন, ৩০ টাকা খরচ করেন সিগারেটের পেছনে। ক্যান্টিনে সবচেয়ে বেশি বিক্রি হয় সিগারেট। বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ের ২৬টি দোকানে দৈনিক গড়ে ৩৬ হাজার, কে আর মার্কেটের পাঁচটি দোকানে সাত হাজার, ফসিলের মোড়ের পাঁচটি দোকানে ২৪ হাজার, নদের পাড়ে এক হাজার, শেষ মোড়ে দেড় হাজার, ঈশা খাঁ হলের সামনে রাস্তার পাশের দোকানে দেড় হাজার এবং হেলথ কেয়ারের সামনে রাস্তার পাশের দোকানে হাজার টাকার সিগারেট বেচাকেনা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ফসিলের মোড়ের একজন দোকানি বলেন, ‘বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট বিক্রি হয়। তবে দাম বাড়ার পর থেকে বিক্রি কিছুটা কমে গেছে। একজন শিক্ষার্থী বলেন, ‘ছাত্রলীগ থাকাকালীন শিক্ষার্থীরা সিগারেট বেশি খেতো। যদিও এখন অনেক কমে গেছে। মূলত হলে বড় ভাইদের দেখাদেখি এবং খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে সিগারেট খাওয়া শেখে শিক্ষার্থীরা।’

এ বিষয়ে বাকৃবির হেলথ কেয়ার সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. আবুল কালাম মোহাম্মদ আজাদ বলেন, ধূমপান এক ধরনের অপচয় ছাড়া আর কিছুই নয়। ধূমপান একাধারে শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির কারণ। ধূমপান আসক্তি ধীরে ধীরে মানুষকে অন্যান্য মাদকদ্রব্যের দিকে ধাবিত করে। যেহেতু সিগারেট বিক্রি সরকারিভাবে নিষিদ্ধ নয়, তাই এগুলোর বিক্রি বন্ধ করাও সম্ভব না।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত শিক্ষার্থীদের মাঝে ধূমপানের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা, ধূমপান না করতে মোটিভেট করা, ধূমপানের বিরুদ্ধে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো।

ক্যাম্পাস এর আরও খবর: