শিরোনাম

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া–পাল্টা ধাওয়ায় তদন্ত কমিটি

 প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৫, ০২:০৪ অপরাহ্ন   |   ক্যাম্পাস

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া–পাল্টা ধাওয়ায় তদন্ত কমিটি

রাজধানীর সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় বুধবার এ তথ্য জানান। এতে বলা হয়, তিন সদস্যসের কমিটি হয়েছে।

এরআগে গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওই ঘটনা ঘটে। পুলিশের জানায়, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিলেন। তাঁরা গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ তাঁদের বাধা দেয়। এ নিয়েই ধাওয়া–পাল্টা ধাওয়া হয়।

জানা গেছে, বোর্ড অব ট্রাস্টির (বিওটি) অপসারণ, স্থায়ী ক্যাম্পাসের নিশ্চয়তাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ নিয়ে তাঁরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে সংঘাতে জড়ান।

ক্যাম্পাস এর আরও খবর: